বড়োসড়ো চুরি হয়ে গেল হার্ডওয়ারের দোকানে

বড়োসড়ো চুরি হয়ে গেল হার্ডওয়ারের দোকানে

REPORTED BY:-  MASUD   RANA

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ভগিরাতপুর বাজার সংলগ্ন এলাকায়। গতরাত্রে সিঁড়ির উপরে টিন কেটে ঘরের ভেতর ঢুকে কিছু দুষ্কৃতী দল। তারপরেই আলমারি ভেঙ্গে টাকা পয়সা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র এবং লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। দোকানে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা, ক্যামেরা গুলো ঠিকঠাক থাকলেও রিকোর্টিং জমা রাখার যন্ত্রাংশটা নিয়ে যায় ওই দুষ্কৃতী দল। দোকানের মালিক জানিয়েছে প্রায় দেড় লক্ষ টাকার বেশি এবং কয়েক লক্ষ টাকার রং নিয়ে যায়।
ভগীরথপুর বাজারটা দীর্ঘ দিনের পুরনো বাজার বলে পরিচিত ডোমকল এলাকায়। বড়সড় চুরি ডাকাতি এই বাজার এলাকায় হয় না বললেই চলে, কিন্তু বড়োসড়ো চুরি হয়ে গেল এক হার্ডওয়্যার ব্যবসায়ীর ঘরে। এই হার্ডওয়ার ব্যবসায়ী এই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, উনি কল্পনাও করেননি এত বড় দুর্ঘটনা তার জীবনে নেমে আসবে, চুরি হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্রসহ টাকা পয়সা।

Leave a Reply

error: Content is protected !!