মুর্শিদাবাদের বহরমপুরে চাকরির মেলায় বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র

মুর্শিদাবাদের বহরমপুরে চাকরির মেলায় বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র

REPORTED BY:-   BINOY   ROY

বুধবার বহরমপুরের আইটিআই প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবিরের উদ্যোগে বেকার যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, রাজ্যের প্রায় ২৬ টি বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে কর্মসংস্থানের জন্য। এই জেলায় প্রায় ২৫০০ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ এমনকি যারা এখন পড়াশোনা করছেন তারা যদি তাদের নাম রেজিস্ট্রার করে রাখেন তাহলে তারা প্রশিক্ষণ নেওয়ার পরে পরে পরিক্ষার রেজাল্টের সাথে সাথে চাকরির নিয়োগপত্র পেয়ে যাবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, খাদ্য সংরক্ষণ ও পক্রিয়াকরন মন্ত্রী সুব্রত সাহা, সাংসদ আবু তাহের খান, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

error: Content is protected !!