REPORTED BY:- BINOY ROY
বুধবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ২নং ব্লকের শক্তিপুর থানার সোমপাড়া ১ নং গ্রামপঞ্চায়েতের অধিনস্থ বেশ কয়েকটি গ্রামের মধ্যে অবস্থিত বিকাশ চন্দ্রের রেশন দোকান থেকে ৮-৯ হাজার গ্রাহক রেশন পেয়ে আসছিলেন। গত কয়েকদিন আগে হঠাৎই প্রায় ৭ কিলোমিটার দূরে মানিক কাহার গ্রামের আবদুল্লা সেখের রেশন দোকানের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে সমস্যায় পড়েছে কয়েক হাজার মানুষ। গ্রাহকদের এই সমস্যা সমাধানের জন্য মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
