“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন”
এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করল বহরমপুর সারোদা প্রিয় মেমোরিয়াল ক্লাব।
আজ ক্লাব প্রাঙ্গণে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় তারপর একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় 50 এর অধিক রক্তদাতা রক্ত দান করে এই রক্তদান শিবির যাদের মধ্যে অধিকাংশটাই ছিল মহিলা রক্তদাতা।
এর পাশাপাশি দুটি স্ট্রেচার হুইল চেয়ার ও অক্সিজেন সিলিন্ডার রাখা হল ক্লাব প্রাঙ্গণে যাতে প্রাথমিক চিকিৎসা পাবেন ওই এলাকার সাধারণ মানুষ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর এর বিধায়ক সুব্রত মৈত্র বহরমপুর পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান নীলরতন বাবু ও ক্লাবের সদস্যবৃন্দ