REPORTED BY:- BONOY ROY
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাত্রে বহরমপুর থানার পাকুড়িয়া পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার গভীর রাত্রে পাকুড়িয়া পাড়ার বাসিন্দা সুরজিৎ রুদ্রের বাড়িতে এক যুবক ছাদে উঠে চুরি করতে গেলে হাই ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। বিদ্যুৎ কর্মীরা বিদ্যুতের ফল্ট খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে বাড়ির ছাদে ঝুলছে। তখন তারা পুলিশে খবর দিলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।