REPORTED BY:- BINOY ROY
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরদীঘি থানার পিডিসিএল ইনটেক এলাকা থেকে তল্লাশি চালিয়ে দুই যুবককের কাছ থেকে উদ্ধার হয় 6 কেজি গাঁজা, পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায় মহম্মদ ইকবাল কবির(২৮),ও সমীরুদ্দিন বিশ্বাস(৩৯)বাড়ি সাগরদিঘির নয়নডাঙ্গা, কাবিলপুর বোলতলা এলাকায়। ধৃতদের বুধবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে সাগরদিঘী থানার পুলিশ।