REPORTED BY:- NEWS DESK
শনিবার বিকেল 4টের সময় রেজিনগর ট্রাফিক মোরে NH34এ দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়|পুলিশ অবরোধ তুলতে গেলে শুরুহয় পুলিশের উপর ইঁট বৃষ্টি পুলিশ প্রান বাঁচাতে প্রায় 25 রাউন্ট TR গ্যাস ফাটিয়ে ছত্রভঙ্গ করে NH 34 এ জান চলাচলে সাভাভিক করে। এই ঘটনায় এক জন পুলিশকর্মি আহত হয়েছে বলে জানা গেছে।
