ভয়াবহ আগুন লাগল মুর্শিদাবাদের বহরমপুরের হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনে কুড়ি অঞ্চলের আর্সেনিক যুক্ত পানীয় জল প্রকল্পে

ভয়াবহ আগুন লাগল মুর্শিদাবাদের বহরমপুরের হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনে কুড়ি অঞ্চলের আর্সেনিক যুক্ত পানীয় জল প্রকল্পে

Reported By:- Binoy Roy

ভয়াবহ আগুন লাগল মুর্শিদাবাদের বহরমপুরের হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনে কুড়ি অঞ্চলের আর্সেনিক যুক্ত পানীয় জল প্রকল্পে। দমকল বাহিনীর তৎপরতায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরো বিল্ডিংএর যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়। যেখানে আগুনের সূত্রপাত সেখান ক্লোরিন ট্যাবলেট ও লিকুইড মজুদ ছিল বলে জানাযায়। ওখানে আগুন লাগায় গোটা এলাকা চত্বরে ক্লোরিনের পুরো ছিটিয়ে পড়ে এলাকাবাসী আতঙ্কিত। এলাকাবাসীর অভিযোগ এতো বড় একটি জলের প্রকল্প একজন মাত্র সিকিউরিটি ছিল। এলাকা বাসীরাই দমকল বাহিনীতে খবর দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় কিছু বাসিন্দা জানান সাতসকালে এরকম কালো ধোঁয়া তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট ও গলা জ্বালা শুরু হয় এতটাই চাঞ্চল্য সৃষ্টি হয় কিছু কিছু লোক বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যত হন। ওসি ফায়ার বহরমপুর মনিরুল ইসলাম জানান নুরিন গ্যাসে আগুন লাগার ঘটনা তাই একটু সতর্ক থাকতে হবে এলাকাবাসীকে।

Leave a Reply

error: Content is protected !!