REPORTED BY:- BINOY ROY
নিখোঁজ কিশোরের নাম সাহেব শেখ (১৫)। নিখোঁজ কিশোর বাপুজী পাঠাগার হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। নিখোঁজ কিশোরের বাবা গোলাম আলী জানিয়েছেন তাদের বাড়ি বহরমপুর থানার গান্ধী কলোনী এলাকায়। তার ছেলে সাহেব অন্যান্য দিনের মতো খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এক বন্ধুর সাথে গোরাবাজার কলেজ ঘাট ভাগীরথী নদীতে নামে স্নান করতে। সাঁতার না জানা কিশোর ভাগীরথীর জলে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করতে জলে নামে। এখন পর্যন্ত ডুবে যাওয়া কিশোরকে উদ্ধার করা যায়নি।