Reported By:- News Disk
নিজস্ব প্রতিনিধি (৩ অগস্ট ‘২২):- বিশেষ সম্মানে ভূষিত হলেন ‘নর্থ পয়েন্ট সিনিয়র সেকেণ্ডারি বোর্ডিং স্কুল’-এর রাজারহাট শাখার অধ্যক্ষা মীনা শেঠী মণ্ডল।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবী মতো “বিদ্যালয়ের অধ্যক্ষা মীনা শেঠী মণ্ডল ‘দাদা সাহেব ফালকে আইকন এওয়ার্ড ফিল্মস ইন্টারন্যাশনাল ২০২২ দুবাই’ সম্মানে ভূষিত হয়েছেন।”
আজ সংবাদমাধ্যমের সামনে বিদ্যালয়ের ‘এনসিসি’-র সদস্য ও সদস্যরা অধ্যক্ষাকে উপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আনুষ্ঠানিক মঞ্চে নিয়ে আসেন। অধ্যক্ষা মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তাঁর ব্যক্তিগত আনন্দকে বিদ্যালয়ের সবার সাথে ভাগ করে নেন।
অধ্যক্ষার সম্মানে বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অধ্যক্ষাকে সম্মান প্রদর্শন করেন।
সংক্ষিপ্ত অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের অধ্যক্ষা জানান, “বিদ্যালয় কর্তৃপক্ষের এই আয়োজনে তিনি আপ্লুত।”