ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করে তাক লাগলেন রাণীনগর সীমান্তের এক যুবক।

ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করে তাক লাগলেন রাণীনগর সীমান্তের এক যুবক।

Reported By: Masud Rana

YouTube Link: https://youtu.be/DzmCGiLwVeo

এবছর অনাবৃষ্টির কারণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে পাট চাষীরা। শুধু তাই নয় তার পাশাপাশি অন্যান্য শাক সব্জি চাষেও বৃষ্টি কমের কারণে অনেকটাই ক্ষতি হয়েছে। এমত অবস্থায় ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করে তাক লাগালেন মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া রাণীনগরের নন্দীরভিটা এলাকার এক যুবক। ফিরোজ আলম পেশায় একজন আর্টিস্ট হলেও মাঝে মধ্যেই টুকটাক চাষবাসের সঙ্গেও যুক্ত। মাঝে মধ্যেই ইউটিউব এ ভিন্ন ধরনের চাষের ভিডিও ও সামনে আসে সকলেরই। তবে সেই ভিডিও দেখে যে প্রায় দশ বিঘা জমিতে লঙ্কা চাষ করবেন ,এবং তা অন্যান্যদের তুলনায় ফলনও বেশ ভালো হবে তা হয়তো কখনোই ভাবেনি ফিরোজ সহ এলাকার অন্যান্য বাসিন্দারাও।
মূলত প্লাস্টিক দ্রব্যের মাধ্যমে মাটির জলীয় বাষ্প নিয়ন্ত্রণ করে চাষ করায় মালচিং চাষ নামে পরিচিত। স্থানীয় কৃষকরা জানান যেখানে এত রৌদ্রের কারণে অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে সেখানে ওই পদ্ধতিতে চাষ করা লঙ্কা গাছ গুলো বেশ তরতাজা ও সমৃদ্ধ।

Leave a Reply

error: Content is protected !!