Reported By: Binoy Roy
সাগরদীঘিতে পাচারের আগে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার ১।ধৃত পাচারকারীর নাম আনন্দ বারুই।ধৃতের কাছ থেকে উদ্ধার ৫০০০হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।
পুলিশ সূত্রে জানাযায় সাগরদিঘী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান আটকে তল্লাশি চালায়।তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫০০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।ধৃত পাচারকারী উত্তর প্রদেশের বারাণসী এলাকা থেকে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের উদ্যেশ্যে মুর্শিদাবাদ নিয়ে আসছিলো।