Reported By: Binoy Roy
YouTube Link: https://youtu.be/jIcmDeoaY_8
ঘুমিয়ে থাকা অবস্থায় বাইরে থেকে জানালা দিয়ে শিশু সহ এক দম্পতির উপর অ্যাসিড হামলা করার অভিযোগ। শুক্রবার গভীর রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুরে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাতেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বাইরে থেকে দুষ্কৃতীরা জানালা দিয়ে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। সেসময় তারা ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।