Reported By: Binoy Roy
YouTube Link:
বর্তমানে মুর্শিদাবাদ জেলা জুড়ে নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযান চলছে প্রতিটি স্কুলে। স্কুলের পড়ুয়াদের নানা বিষয়ে সচেতন করার পাশাপাশি বহরমপুর শহরের গোরাবাজারের ঈশ্বরচন্দ্র ইনিস্টিটউশন বৃহস্পতিবার বাসিন্দাদের সচেতন করতে পথে নামল। এদিন স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে শিক্ষকরা র্যালি করে বহরমপুরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন করলেন। পড়ুয়ারা মিছিল করে মানুষকে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি করনীয় তা বোঝায়। এদিন নর্দমায় ও রাস্তার ধারে ব্লিচিং ছড়ানো ও মশা মারার ওষুধ স্প্রে করা হয়।