চলতি বছরের দুর্গোৎসবের সূচনা করলো শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি

চলতি বছরের দুর্গোৎসবের সূচনা করলো শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি

Reported By: News Desk

চলতি বছরের দুর্গোৎসবের সূচনা করলো শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আজ বুধবার তাদের মন্ডপের উদ্ভোধন  হলো। এবার তাদের ৮৬ তম বর্ষ। এবারের থিম ‘সাজানো রথ’। দুর্গোৎসব কমিটির তরফ থেকে জানানো হয়েছে কুলো, দর্মা, বাঁশ দিয়ে তৈরি হয়েছে এবারের মণ্ডপ ।

থিম মেকার অভিজিৎ নন্দী, প্রতিমা শিল্পী পিন্টু হাজরা।

উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বামী অন্তরলোকা নন্দ, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গুপ্তা, সভাপতি রাজকিশোর গুপ্ত, সম্পাদক বিমলেন্দু ভট্টাচার্য , সহ সভাপতি সোমনাথ সরকার প্রমুখ
চণ্ডী পাঠের মাধ্যমে পুজোর উদ্ভোধন হয়।

 

Leave a Reply

error: Content is protected !!