Reported By: Binoy Roy
YouTube Link: https://youtu.be/0l2ZLt6oNiA
ফোন করে ডেকে অপহরণের পরে খুন করা হলো এক যুবককে। বৃহস্পতিবার সকালে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বহরমপুর থানার উত্তরপাড়া এলাকায়। মৃত যুবকের নাম বাপ্পা মন্ডল। পরিবার সূত্রে জানা গেছে, উত্তরপাড়ার মোড়ে বাপ্পার বাবা মিলন মন্ডলের একটি বেকারির দোকান রয়েছে। দোকানে বাবার সঙ্গে বাপ্পাও বসত। এদিন বাপ্পা সন্ধ্যার সময় দোকান থেকে বাড়ি চলে আসে। পরে কেউ তাকে ফোন করে ডাকে। সেই ফোন পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর তার আর খোঁজ পাওয়া যায় নি। রাত দশটা নাগাদ বাপ্পার ফোন থেকে তার বাড়িতে ফোন করে একজন জানায় বাপ্পাকে অপহরণ করা হয়েছে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মিলন কোনক্রমে দেড় লক্ষ টাকা জোগাড় করে তাদের কথামতো বেলডাঙার দিকে রওনা দেন। তার আগে তিনি থানায় বিষয়টি জানালে দুই পুলিশ কর্মী সাদা পোশাকে তাকে অনুসরণ করে যেতে থাকেন। কিন্তু বেলডাঙা পৌঁছালে অপহরণকারীরা বুঝতে পারে মিলনের সঙ্গে লোকজন রয়েছে। এর পরেই বাপ্পার ফোনের সুইচ অফ করে দেয় তারা৷ বৃহস্পতিবার সকালে বহরমপুর থানার ফতেপুর অঞ্চলে একটি রাস্তার ধারে বাপ্পার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃতের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে।