Skip to content
স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুরে স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম অর্জুন বাস্কে, বাড়ি বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে বাইকে করে দুই বন্ধু পাথরঘাটা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল,সেই সময় দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে মালদার অভিমুখ থেকে আসা একটি পাথর বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু এক যুবকের। ওপর যুবককে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধার করে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরেই দৌলতপুরের বিক্ষুব্ধ জনতা ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকাবাসীদের অভিযোগ রাস্তায় দুরঘটনার সময় পুলিশ সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকলেও সময়মতো আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেনি তারা। দুর্ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করতে আসলে তাদেরকে বিক্ষোভের সম্মুখীন হতে হয়। পরবর্তীতে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

error: Content is protected !!