‘ইমন’

‘ইমন’

এ বছর 30 শে সেপ্টেম্বর, শুক্রবার পঞ্চমীর দিন অভিষিক্তা মোড় থেকে দু’পা দূরেই উদ্বোধন হল মহিলাদের দ্বারা পরিচালিত হস্তশিল্প সংস্থা ‘ইমন’- এর প্রথম বিপনী ‘দেশীয়’।

 

উদ্বোধনে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ, বিধায়ক দেবাশিষ কুমার এবং স্থানীয় পৌর পিতা অরিজিৎ দাস ঠাকুর। এই ক্যাফেতে চা, কফির সঙ্গে থাকছে মুড়ি, তেলেভাজা, ঘুগনি ইত্যাদি নানা ধরনের বাঙালি জলখাবার।

তবে ‘ইমন’- এর কাজ মূলত পোষাক নিয়ে। এ বিষয়ে ‘ইমন’- এর এক সহ প্রতিষ্ঠাতা দেবস্মিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ইমন এর তৈরি পোষাক ভারতের বাইরে বিশেষ করে জাপানের বাজারে ভালো জায়গা করে নিয়েছে।’ আর ‘ইমন’- এর কর্ণধার অনিন্দিতা সিনহা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ইমন সুবিধা বঞ্চিত মহিলাদের আয়ের বিকল্প ব্যবস্থা ও তাদের উন্নতির জন্য বদ্ধপরিকর।’

 

Leave a Reply

error: Content is protected !!