নবগ্রাম বাসস্ট্যান্ডে সিপিআই(এম) নবগ্রাম এরিয়া কমিটি শারদীয় মার্কসীয় বুক স্টলের আয়োজন

নবগ্রাম বাসস্ট্যান্ডে সিপিআই(এম) নবগ্রাম এরিয়া কমিটি শারদীয় মার্কসীয় বুক স্টলের আয়োজন

Reported By: News Desk

অক্টোবর, শনিবার, নবগ্রাম বাসস্ট্যান্ডে সিপিআই(এম) নবগ্রাম এরিয়া কমিটি শারদীয় মার্কসীয় বুক স্টলের আয়োজন করে। এই স্টলটি আগামী আরও চার দিন চলবে।

 

স্টলের উদ্বোধন করেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মুকুল মণ্ডল। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক হাবিবুর রহমান, সঞীব পাণ্ড প্রমুখ ব্যক্তিবর্গ।

 

Leave a Reply

error: Content is protected !!