ধরা পরল অপহরণ করে খুন হওয়া যুবকের খুনি!

ধরা পরল অপহরণ করে খুন হওয়া যুবকের খুনি!

Reported By: Binoy Roy

YouTube Link:

আজ ২ রা অক্টোবর, মহাসপ্তমী, সকালে বহরমপুরে জেলা পুলিশ সুপারের দফতরে জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার সাংবাদিক বৈঠক করে জানান, শনিবার কর্ণসুবর্ণ থেকে আক্রম শেখ নামের মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শিয়ালমারার বাসিন্দা। গত ২৮ শে সেপ্টেম্বর বাপ্পা মন্ডলকে অপহরণ করে খুন করে আক্রম মন্ডল। আর খুনের পরেই আক্রম ৫ লাখ টাকা দাবি করে বাপ্পার বাবার কাছে। এরপর ২৯ শে সেপ্টেম্বর সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ বহরমপুর থানার অন্তর্ভুক্ত রানীনগর এলাকা থেকে বাপ্পা মন্ডলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সুপার আরও জানান, আততায়ী ও বাপ্পা পূর্ব পরিচিত ছিল। বাপ্পা মন্ডলকে ডেকেছিলেন আক্রম। ঘটনার দিন টাকা নিয়ে উভয়ের মধ্যে বচসা হয়। অস্ত্র নিয়েই এসেছিল আক্রম। বাপ্পাকে খুন করে আক্রম মণ্ডল। এক সময় এলাকা থেকে পালায় আততায়ী।

Leave a Reply

error: Content is protected !!