বঙ্গীয় সাক্ষরতা সমিতির প্রচারসভা

বঙ্গীয় সাক্ষরতা সমিতির প্রচারসভা

Reported By: Masud  Rana

YouTube Link:

১৬ ই অক্টোবর, রবিবার, কলকাতা প্রেস ক্লাবে লর্ড কার্জন সেই ১৯০৫ সালে প্রথম যেদিন ঘোষণা করেন বাংলা ভাগের কথা তারপরেই রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাগের বিরুদ্ধে শহরের হিন্দু মুসলিম মানুষের কাছে আহ্বান করেন, সম্প্রীতির ডাক দেন। সেই সময়েই তিনি রচনা করেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এই গানটি। আর মানুষের হাতে রাখি পড়াতে পড়াতে তিনি কলকাতার টাউনহলে পৌঁছান। আজ বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি, উত্তর ২৪ পরগণা জেলা কমিটি এবং বরানগর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে বরানগর পঞ্চাননতলা থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়। শেষ হয় আলমবাজার মোড়ে এসে। সেখানে রাখি বন্ধন, গান, নাচ এবং আবৃত্তির মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। আর এই অনুষ্ঠানে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য রাখেন।

Leave a Reply

error: Content is protected !!