২৭ শে অক্টোবর, বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এবং রাণীনগর থানার ব্যবস্থাপনায় গণ ভাইফোঁটা অনুষ্ঠিত হল রাণীনগর থানার কালীপুজো প্যান্ডেলে।
কেটে গেল দীপাবলী। এসে গেল ভাইফোঁটা। দেশ জুড়ে ভাইবোনেরা এই শুভ দিনটির অপেক্ষায় থাকে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন প্রত্যেক বোন। ভাইফোঁটার বিশেষ তিথিতে বেশ কয়েকটি রীতি পালন করেন ভাইবোনেরা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই ভাইফোঁটা৷ ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব এই ভাইফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যেই বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। সরকারি আধিকারিক এলাকার সমাজসেবীদের নিয়ে স্কুল পড়ুয়া থেকে এলাকার মেয়েদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল আজকের এই গনভাইফোঁটা।
এই ভাইফোঁটায় উপস্থিত ছিলেন এসডিপিও শেখ শামসুদ্দিন, আইসি প্রসূন খাঁ, রাণীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ আরো অনেকে।