কালীপুজোয় পরিবেশ সচেতনতা বার্তা

কালীপুজোয় পরিবেশ সচেতনতা বার্তা

Reported By:-মনোজ দাস

পরিবেশ সচেতনতা বার্তা দিয়ে অভিনব থিম মথুরাপুর অধিবাসী যুবকবৃন্দেরঃ দিন বদলাচ্ছে বদল ঘটছে মানব সভ‍্যতার। উন্নতির ছোয়া লেগেছে সবকিছুতে বিজ্ঞানের উন্নতিতে ওরা আজ বিপন্ন। ওরা মানে যাদের কলতানে আমাদের সকালে ঘুম ভাঙে। মোবাইল ইন্টারনেটের যুগে বড় বড় টাওয়ার গড়ে ওঠার ফলে ক্রমশ হারিয়ে যাচ্ছে পাখিদের ভবিষ্যত। উচ্চ ক্ষমতার টাওয়ারে আঘাত পেয়ে প্রতি বছর কত পরিযায়ী পাখির মৃত্যু হয়। আর এবার এই পাখিদের সঠিক ভাবে বাচতে দেওয়ার জন‍্য ও পরিবেশের ভারসম‍্য রক্ষাকে থিমের মাধ‍্যমে ফুটিয়ে তুলেছে সোনারপুর মথুরাপুর অধিবাসী যুবক বৃন্দ। এদিন তাদের মন্ডপে গিয়ে সেই পুরনো দিনের পাখির কলতান শোনা গেল। পুজো উদ্যোগতা সুমন হালদার ও চিরঞ্জিৎ পাঠক জানান সভ‍্যতার উন্নতির সাথে ক্রমশ পরিবেশের ভারসম‍্য বিঘ্নিত হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দশম বর্ষে তাদের এমন থিম। আজ মন্ডপে গিয়ে চোখে পড়ল এলাকবাসীর ভীড়। সবশেষে একটাই কথা বলা যাই মথুরাপুর অধিবাসী যুবক বৃন্দের এবারের থিম বিলুপ্তি কে চাক্ষুস করতে একবার তাদের মন্ডপে আসতে হবে।

Leave a Reply

error: Content is protected !!