ফের দেখা মিলল কুমীরের

ফের দেখা মিলল কুমীরের

Reported By:- MASUD RANA

৩০ শে অক্টোবর, রবিবার, সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের ১২নং গেটে এই কুমীর দেখা গেল বলে জানা যায়৷ এরপরে ফারাক্কার ডাউন ষ্টিমের গঙ্গায় পুনরায় দেখা যায় ওই কুমীরটিকে৷ মৎস্যজীবীরা মাছ ধরার সময় তাদের জালে সেই কুমীরটি আটকে যায়। পরে সেই জাল ছিঁড়ে বেরিয়েও যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা বিট অফিসার প্রভাস কুমার মন্ডল। খবর সূত্রে জানা যায়, রবিবার ও সোমবার ছট পুজো আছে কিন্তু সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং পাশাপাশি কুমীরেরও যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য নজরদারি চালানো হচ্ছে বলে ফারাক্কা বন দফতর৷ এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কুমীর দেখা যেতেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

Leave a Reply

error: Content is protected !!