৩১ শে অক্টোবর, সোমবার, রানীনগর থানার কাতলামারী এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে রানীনগর থানার কাতলামারী-২ পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ন'টার সময় কাতলামারী-২ পঞ্চায়েতের প্রধান জয়নাল আবেদীনের প্রতিবেশী সাজ্জাদ হোসেনের বাড়ির পিছনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাটি সাজ্জাদ হোসেনের বাড়ির পিছনে মাটিতে গর্ত করে পোতা ছিল বলে অনুমান স্থানীয় মানুষজনের। এরপর উৎসুক স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। উল্লেখ্য, ওই ঘটনার পর থেকেই পলাতক সাজ্জাদ হোসেন। প্রধানের বাড়ির কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই কাতলামারী বাবুপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আর ওই ঘটনার পর রানীনগর থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনার তদন্ত শুরু করে।