৩১ শে অক্টোবর, সোমবার, মুর্শিদাবাদের লালগোলায় টাকা দিয়ে চাকরি না পাওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক চাকুরি প্রার্থী। মৃত ওই আব্দুর রহমানের খুনিদের গ্রেফতারের দাবিতে ও অবিলম্বে চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে আজ বহরমপুরে পুলিশ সুপারের কাছে শান্তিপূর্ণ ভাবে মিছিল করে ডেপুটেশন দিতে যায় DYFI দলের নেতা, কর্মী ও সমর্থকরা। কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। প্রথমত ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে মিছিলকে। এরপর শুরু হয় দুই পক্ষের ধস্তাধস্তি। পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে লাঠিচার্জও করে পুলিশ। লাঠির আঘাতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন DYFI কর্মী। চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।