সলিল সমাধি দুই মেয়ে সহ বাবা

সলিল সমাধি দুই মেয়ে সহ বাবা

৩১ শে অক্টোবর, সোমবার, মুর্শিদাবাদের লালগোলা থানার মোকিমনগর এলাকায় একে অপরকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই মেয়ে সহ বাবার। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুরে জমিতে কাজ করা কালীন বাবাকে খাবার দিতে যাচ্ছিল দুই মেয়ে। মাঠে রাস্তার ধারে একটি জলাশয়ে হঠাৎই পড়ে যায় ছোটো বোন। তাকে বাঁচাতে বড় বোনও জলে ঝাঁপ দেয়। আর এই ঘটনা দেখতে পেয়ে ছুটে এসে দুই মেয়েকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় তাদের বাবা। গ্রামবাসীদের বক্তব্য, জলে পড়ে যাওয়ার পর তাদের কেউই আর জল থেকে উঠতে পারেনি। স্বাভাবিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ওই দুই মেয়ের। পরে গ্রামবাসীর হস্তক্ষেপে তাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের তিন জনকেই মৃত বলে ঘোষণা করে। আরও জানা যায় যে, সরকারের কাছে ওই পরিবার সদস্যদের অনুরোধ, ওই পরিবারের প্রতি সাহায্যের হাত না বাড়ানো হলে অনাহারে মৃত্যু হবে মৃতের স্ত্রী ও বাকি দুই সন্তানের।

Leave a Reply

error: Content is protected !!