Reported By : Masud Rana
৫ ই নভেম্বর, শনিবার, রানীনগর থানার পুলিশ কালীপুজোর আগে উদ্ধার করে প্রচুর পরিমাণ আতসবাজি। উল্লেখ্য, গত ১৩ ই অক্টোবর রাতে রানীনগরের সেখপাড়া বাজারে এক ব্যাক্তির দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রায় ১০ হাজারেরও বেশী বিভিন্ন ধরনের আসতবাজি উদ্ধার করা হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। তবে পুলিশের অনুমান ছিল, ওই দোকান থেকেই পাইকারি ভাবে বিক্রি হত বাজিগুলি। যদিও এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। তারপরে সেগুলি নিষ্ক্রিয় করার জন্য জানানো হয় বোম ডিষ্পোজাল টিমকে। সেইমতো শনিবার রানীনগরের কাহারপাড়া এলাকার মাঠে ওই বাজিগুলি নিষ্ক্রিয় করে বোম ডিষ্পোজাল টিম।