স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসল স্ত্রী

স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসল স্ত্রী

Reported By : Masud Rana

৬ ই নভেম্বর, রবিবার, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী অঞ্চলের বাগিচাপাড়া এলাকায় স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবতী। স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া বেগম (২৫) এর সঙ্গে প্রতিবেশী যুবক হাসিনুর মোল্লার একমাস আগে সামাজিক ভাবে বিয়ে হয়। সেই বিয়েতে গ্রামের মানুষজনও উপস্থিত ছিলেন। ছেলের পরিবার অবশ্য সেই বিয়ে মেনে নেয়নি। বাড়িতেও উঠতে দেয়নি তাদের। তারপর থেকে স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করে ওই দুজন দম্পতি। এরপর হঠাৎ হাসিনুর মোল্লা নিখোঁজ হয়ে পড়ে। তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর আজ রবিবার সকালে তানিয়া বেগম স্বামীর বাড়ির সামনে স্ত্রীর মর্যাদা পেতে ধর্নায় বসেন। তানিয়া বেগমের দাবি, তার শ্বশুর বাড়ির লোকজন হাসিনুর মোল্লাকে লুকিয়ে রেখেছে। আর ওই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। যদিও শ্বশুর বাড়ির লোকজন এই বিষয়ে দাবি করেন, তাদের ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়েই হয়নি। আরও জানা যায়, ছেলেকে লুকিয়ে রাখার অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছেন ছেলের বাবা হানিফ মোল্লা।

Leave a Reply

error: Content is protected !!