জনজোয়ার : ইসলামপুরে সিপিআইএম এর সমাবেশে

জনজোয়ার : ইসলামপুরে সিপিআইএম এর সমাবেশে

Reported By : তুষার কান্তি খাঁ ৬ ই নভেম্বর, রবিবার, ইসলামপুরের নেতাজি পার্ক ময়দানে সারা ভারত খেতমজুর ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির তৃতীয় জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে জনজোয়ার দেখা গেল। এই সম্মেলন অনুষ্ঠিত হয় এমসিএম হাই স্কুলের ময়দানে এবং তার স্থায়িত্ব দুদিন বলে জানা যায়। উল্লেখ্য, এই সম্মেলনের আগে এক বিশাল মিছিল অবরুদ্ধ করে ফেলে ইসলামপুরকে। মিছিল শেষে নেতাজি পার্কের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম) পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন ক্ষেত মজুর সংগঠনের জামাল হোসেন, আমিয় পাত্র, ইনশাফ আলী সহ আরো অনেকে।

Leave a Reply

error: Content is protected !!