Reported By:- Binoy Roy
৬ ই নভেম্বর, রবিবার, সিপিআইএম নেতা মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে বলেন, চারিদিকে তৃণমূল আর বিজেপি ছাড়া আর কোনো খবর নেই। একদিকে দুর্নীতিবাজরা শুষে খাচ্ছে টাকা আর অন্যদিকে ডেঙ্গির মশা শুষে খাচ্ছে মানুষের রক্ত। সরকারি চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে। তার বক্তব্য, সরকার শুধু বিজ্ঞাপন দিয়ে মানুষকে এটা-সেটা করতে বলছেন কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, ডেঙ্গি প্রতিহত করতে সরকার থেকে পৌরসভার কাউন্সিলার পর্যন্ত কী করেছেন?
শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, গঙ্গার ভাঙন বাড়ছে। এজন্য তারা ভাঙন বিরোধী আন্দোলনও করছেন। আর এই আন্দোলনকে তারা আরও তীব্রতর করবেন বলেও জানান। আর প্রতিবাদ স্বরূপ ইতিমধ্যেই মালদা জেলায় রাস্তা অবরোধ করা হয়েছে।
এরপর তিনি বলেন, বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শিশুর। যদিও সেদিকে কারোর দৃষ্টি নেই। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অস্ত্র-শস্ত্র এবং বোমা বাজি চলছে। এই প্রসঙ্গে পুলিশের উদ্দেশ্যে তার বক্তব্য, যে থানার এক্তিয়ারের মধ্যে বোমার কারখানা খুঁজে পাওয়া যাবে সেই থানার আইসিকে দোষী সাব্বস্ত করতে হবে বা সেই জেলার এসপিকে সাসপেন্ড করতে হবে।
