Skip to content
সিমেন্ট ভর্তি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 8 বছরের শিশু

সিমেন্ট ভর্তি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 8 বছরের শিশু

তারাতলা ট্রান্সপোর্ট ডিপো রোডের গড়াগাছায় সিমেন্ট ভর্তি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 8 বছরের সঞ্জনা দাস। এলাকায় উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা যায়, 8 বছরের সঞ্জনা ওই রাস্তার উপরে সাইকেল চালানো অভ্যাস করছিল। একটি সিমেন্ট বোঝাই লরি সঞ্জনা কে ধাক্কা মারে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সে ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যেতেই তার উপর দিয়ে লরিটি চলে যায়। সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা লরি টি কে ধরে ফেলে এবং চালক ও খালাসী কে মারধোর করে। ঘটনাস্থলে তারাতলার পুলিশ ঘাতক লরিটি এবং চালক, খালাসী কে আটক করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানে দিনের পর দিন বড় বড় ট্রাক এই রাস্তা দিয়ে যায় আর প্রায়শই দুর্ঘটনা ঘটায়, কোন বাম্পার নেই এই রাস্তায়। বড় বড় লরি ট্রাকের চালকরা মদ খেয়ে নেশা করে গাড়ি চালায় ও দুর্ঘটনার কবলে পড়ে তাই স্থানীয় বাসিন্দারা জানান, তারা প্রশাসনকে জানিয়েছে এই রাস্তা দিয়ে যাতে কোনো মালবাহী গাড়ি না যায়। আজও যে গাড়িটি ওই বাচ্চা 8 বছরের মেয়েটিকে ধাক্কা মারে সেই গাড়ির চালক ও খালাসী মদ খেয়ে ছিল।

Leave a Reply

error: Content is protected !!