৯ ই নভেম্বর, বুধবার, বহরমপুরে সকালে প্রচেষ্টা ফাউন্ডেশন ও অরুণোদয় ক্লাবের উদ্যোগে হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতে মাজদিয়া পুরো পাড়া, কসাইখানা ও জমিদারী পাড়ার কিছু অংশে ডেঙ্গুর লার্ভা দমনের জন্য ওষুধ স্প্রে করা হয়।
যেভাবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে বর্তমানে সেখানে রোজ মানুষ মরছে। তাই জমা জল বাড়িতে না রাখতে বলেন উদ্যোগতারা।