সিউড়ির চার নম্বর ওয়ার্ডের সিউড়ি ত্রাণ সমিতি কালী মন্দিরের মাঠে আয়োজিত হল দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি। এদিন এই কর্মসূচি করা হয় সিউড়ি পৌরসভার উদ্যোগে। সকাল থেকেই এই কর্মসূচিতে অজস্র মানুষের ভিড় দেখা যায়। তবে অধিকাংশ মানুষেরাই লক্ষীর ভান্ডার ফরম ফিলাপ করার জন্য লাইনে ভিড় জমিয়েছেন। তবে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে সাধারন মানুষদের মধ্যে সবথেকে বেশি উৎসাহ থাকলেও আরো 18 টি সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে এই দুয়ারে সরকার কর্মসূচি থেকে। এছাড়াও পাড়ায় সমাধান কর্মসূচিও করা হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে। এদিনের এই ক্যাম্পে বিশেষ উল্লেখযোগ্য বাউল গানের মধ্য দিয়ে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।