Reported By : Manoj Das
ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাজপুরে অভিনব প্রতিবাদঃ বিগত কয়েকদিন ধরে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় কে অনবরত আক্রমন করে চলেছেন। আজ তার প্রতিবাদে ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সোমনাথ বনিকের নেতৃত্বে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হল রাজপুরে। এদিন রাজপুরে সোমনাথ বাবুর নেতৃত্বে যুব তৃণমূলের কর্মীরা গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল হাতে সকাল সকাল শুভেন্দু বাবুর মেদেনীপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাজপুর টাউন তৃণমূল যুব সভাপতি প্রতীক দে জানান তারা শুভেন্দু বাবুর মানসিক সুস্হ্যতা কামনার জন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি আরো বলেন আমরা চাই শুভেন্দু বাবুর শুভ বুদ্ধির উদয় হোক।