Reported By : Binay Roy
১৬ ই নভেম্বর, বুধবার, নওদা থানার পিপড়েখালি এলাকায় সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম হাসিম সরকার (৪)। তার বাড়ি নওদা থানার গঙ্গাধারী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটি মায়ের সঙ্গে পিঁপড়েখালিতে ব্যাংকে এসেছিল। মা ব্যাংকে কাজ করাকালীন শিশুটি রাস্তায় চলে আসলে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খানের গাড়ির সামনে পড়ে যায় শিশুটি। আর ওই গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শিশুটি।
সাংসদ আহত শিশুকে ও তার পরিবারকে তৎক্ষণাত নিজের গাড়িতে করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরেই চিকিৎসকরা জানায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নওদা এলাকায়।