News ডেঙ্গুর লার্ভা দমনে প্রচেষ্টা ফাউন্ডেশন November 18, 2022November 18, 2022 39botenten Reported By : News Desk ১৮ ই নভেম্বর, শুক্রবার, বহরমপুর পুরোনো হসপিটালের পিছনে মুসলিম পাড়ায় প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষ থেকে ডেঙ্গুর লার্ভা দমনের জন্য স্প্রে করা হয়। আর সেই সঙ্গে সঙ্গে ডেঙ্গু আক্রন্তদের বাড়িতেও স্প্রে করা হয়। জানা যায়, অনেক বাড়িতে ৩ বা তার বেশি ডেঙ্গু আক্রান্ত। এরপর ইন্দ্রপ্রস্থ কানজিলালের নার্সিংহোমের পিছনেও স্প্রে করা হয় বলে জানা যায়। Share Facebook Twitter Pinterest Linkedin