Reported By : Masud Rana
১৮ ই নভেম্বর, শুক্রবার, ডোমকলের পৌর প্রশাসক তথা বিধায়কের বিরুদ্ধে ডোমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি বলেন, ২০১৭ সালে যে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছিল এখন তা যথেষ্ট সুন্দরভাবে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে। সেখানে প্রতিদিন প্রায় ১৫০-২০০ রোগী পরিষেবা পায়। সেখানে আরও বেশি মানুষকে পরিষেবা দিতে বিল্ডিং বাড়ানোর জন্য প্রায় ৭৫ লক্ষ টাকা সাংসন হয়। জানা যায়, দু’বছর আগে মিউনিসিপ্যালিটি সেই টাকা নিয়েও এসেছে অথচ আজ অবধি সেখানে কোনো বিল্ডিং হয়নি। এজন্য তিনি MLA কে জানিয়েছেন। কিন্তু তিনি হবে হচ্ছে বলে কাটিয়ে দিয়েছেন। আর এজন্যই ওই এমএলএ এর পদত্যাগ চাইছেন প্রদীপ বাবু।