Reported By : News Desk
১৯ শে নভেম্বর, শনিবার, প্রচেষ্টা ফাউন্ডেশনের আর এক অধ্যায় তৃপ্তির আহার। ২০১৪ সাল থেকে প্রতি শুক্রবার জজ কোর্টে বিভিন্ন ফকিরদের কে সেবা করা ছাড়াও বহরমপুরের বিভিন্ন জায়গায় মানুষের পাশে থাকার প্রয়াস করে প্রচেষ্টা ফাউন্ডেশন। গত ১৭ ই নভেম্বর বৃহস্পতিবার প্রচেষ্টা ফাউন্ডেশন এর একজন কর্ণধার সুদীপদের জন্মদিন উপলক্ষে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ২০০ জন মানুষকে দুপুরের আহার তুলে দেন তারা। এই খাবার খেয়ে সাধারণ মানুষ তো বটেই তার সাথে মেডিকেলে আগত পেশেন্ট পার্টিরাও তৃপ্তি সহকারে খাবার খান। উক্ত খাবারে মেনু ছিল খিচুড়ি আলুর দম পাপড় বেগুন ভাজা চাটনি। প্রচেষ্টা ফাউন্ডেশনের এই তৃপ্তির আহার বহরমপুরের জজ কোর্ট বাস স্ট্যান্ড রেলস্টেশন বিভিন্ন চত্বরেই তারা করে থাকে।