কাঁঠালবাবা নামে ভৈরব দেবের পুজো

কাঁঠালবাবা নামে ভৈরব দেবের পুজো

Reported By : News Desk ১৯ শে নভেম্বর, শনিবার, বহরমপুরে প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে ভৈরব পুজোর আয়োজন করে লিটিল জেনারেশন পুজো কমিটির উদ্যোক্তারা। কাঁঠাল বাবা নামে ভৈরব দেবের পুজো হয়ে থাকে এখানে। এবছর এই পুজো ১৫ বছরে পদার্পণ করে। এলাকার জনসাধারণকে নিয়ে মূলত তাদের আনন্দ দিতেই পুজোর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও খেলার আয়োজন করা হয়ে থাকে এখানে। এই পুজোকে ঘিরে অনেক আনন্দ উপভোগ করেন এলাকার সাধারণ মানুষ। বলা বাহুল্য, যথেষ্ট নিয়ম নিষ্ঠার সাথে এখানে ভৈরব পুজোর আয়োজন করে থাকেন উদ্যোক্তারা।

Leave a Reply

error: Content is protected !!