Reported By : Masud Rana
১৯ শে নভেম্বর, শনিবার, মুর্শিদাবাদের ডোমকল সারাংপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপতিপুর এলাকায় রাস্তার ওপরে মরণ ফাঁদ। সেখানে দুর্ঘটনা ঘটে একাধিক বার। নাজিরপুর থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে রয়েছে একটি কালভার্ট। সেই কালভার্টের বর্তমানে বেহাল দশা। প্রায় এক বছর ধরে ভেঙ্গে পড়ে আছে কালভার্টের একপাশের পাখনা। এলাকার মানুষজন চাঁদা তুলে সেই পাখনা সারাইয়ের কাজ করেছিল । তবে বড় গাড়ির ধাক্কায় গত এক বছর আগে তা ভেঙে যায়। এজন্য ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে আতঙ্কে থাকে ওই এলাকার মানুষ। কেননা প্রায় এক বছরের মধ্যে ৬ থেকে ৭ বার দুর্ঘটনা ঘটেছে ওই স্থানেই। ঘূর্ণির মুখেই কালভার্ট । সেই কালভার্টে পাখনা না থাকায় সোজা গিয়ে নয়নজলিতে পড়ে একাধিক পথযাত্রী। এই দুর্ঘটনায় স্থানীয়দের দাবি, ৫-৬ জনের অবস্থা গুরুতর এবং একজনের প্রাণ কেড়ে নিয়েছে এই অভিশপ্ত কালভার্ট। স্থানীয়রা জানান, যদি কালভার্ট সারাইয়ের কাজ না হয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে এলাকার মানুষজন। এরপর আদৌ কি এই কালভার্ট মেরামত হবে? এখন সেটাই হল দেখার।