জীবন যুদ্ধে হেরে গেলেন ঐন্দ্রিলা শর্মা

জীবন যুদ্ধে হেরে গেলেন ঐন্দ্রিলা শর্মা

Reported By : Binay Roy

২০ শে নভেম্বর, রবিবার, বহরমপুরের ঐন্দ্রিলার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এল তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে। ঐন্দ্রিলার বাড়ি বহরমপুর থানার ইন্দ্রপ্রস্থ এলাকায়। তার বাবা উত্তম শর্মা একজন চিকিৎসক ও মা শিখা শর্মা পেশায় একজন নার্স। ঐন্দ্রিলার ডাকনাম ছিল মিষ্টি। তারা দুই বোন ঐন্দ্রিলা আর ঐশ্বর্য।

প্রতিবেশীরা জানিয়েছেন, ঐন্দ্রিলা খুব মিষ্টি ভাসি ও মিশুকে ছিলেন। জানা যায়, ক্যান্সারের মতো মারণ রোগকে তিনি দু'বার হারিয়েছেন। বুক চিতিয়ে লড়েছেন ব্রেন স্ট্রোকের মতো আঘাতের সামনে। এমন লড়াই যিনি লড়তে পারেন তিনি তো অপরাজিতা। বাংলা 'ঝুমুর' ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয় জগতে তার পদার্পণ। এরপর 'জীবন জ্যোতি', 'জিয়নকাঠি' সিরিয়ালে তাকে দেখা যায় মুখ্য চরিত্রে। আর এর মাঝেই ধরা পড়ে ক্যান্সার।

দুরন্ত লড়াই করেছিল বাংলা সিরিয়ালের মিষ্টি মেয়েটা। হাজার যন্ত্রণা সহ্য করেও তার মুখে হাসি লেগে থাকত কারণ তার পাশে ছিলেন সব্যসাচী চৌধুরী। ভালোবাসার মানুষের পাশে থাকা কাকে বলে তা দেখিয়ে দিলেন সব্যসাচী চৌধুরী।

ক্যান্সার জয়ী ঐন্দ্রিলা সুস্থ হয়ে কাজও শুরু করেছিলেন কিন্তু ফের ১ লা নভেম্বর রাতে ব্রেন স্ট্রোক। তার জীবনের সমস্ত হিসেব আবার যেন ওলট পালট হয়ে গেল। ঐন্দ্রিলাকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। রাতেই হয় অস্ত্রোপচার। তারপর থেকে ভেণ্টিলেশনে ছিলেন অভিনেত্রী। মৃত্যুর সাথে তীব্র লড়াই করেও শেষ রক্ষা হল না। সব্যসাচী চৌধুরী বলেন, 'মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে গোটা একটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।' কিন্তু তা হল না। তরুণ অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। তবে ঐন্দ্রিলার মতো মেয়েরা হারে না, হারতে পারে না, তারা অপরাজিতা হয়েই থেকে যান স্মৃতির সিংহাসনে।

Leave a Reply

error: Content is protected !!