ক্যান্সার জয়ী ঐন্দ্রিলা সুস্থ হয়ে কাজও শুরু করেছিলেন কিন্তু ফের ১ লা নভেম্বর রাতে ব্রেন স্ট্রোক। তার জীবনের সমস্ত হিসেব আবার যেন ওলট পালট হয়ে গেল। ঐন্দ্রিলাকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। রাতেই হয় অস্ত্রোপচার। তারপর থেকে ভেণ্টিলেশনে ছিলেন অভিনেত্রী। মৃত্যুর সাথে তীব্র লড়াই করেও শেষ রক্ষা হল না। সব্যসাচী চৌধুরী বলেন, 'মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে গোটা একটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।' কিন্তু তা হল না। তরুণ অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। তবে ঐন্দ্রিলার মতো মেয়েরা হারে না, হারতে পারে না, তারা অপরাজিতা হয়েই থেকে যান স্মৃতির সিংহাসনে।