Reported By : Masud Rana
২০ শে নভেম্বর, রবিবার, মুর্শিদাবাদের জলঙ্গিতে হিড়িক পড়ে গেছে তৃণমূলে যোগদানের। গত কয়েক দিনে জলঙ্গি উত্তর ব্লকে যোগদান সভা হয়েছে একাধিক বার। আর আজ কাটাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মহামিছিল। উল্লেখ্য, সেই মিছিলে যোগদান করেন বাম কংগ্রেস বিজেপি। বাম কংগ্রেস ও বিজেপি থেকে প্রায় দুই শতাধিক জনের বেশি কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকারের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা ধরে যোগদান করেন। আর এই নিয়ে বিরোধী শিবিরে শুরু হয়েছে জল্পনা। আগামী পঞ্চায়েত নির্বাচনে তবে কি আবারও বিরোধী শূন্য থাকবে সব পঞ্চায়েত? নাকি দখল করবে তৃণমূল এই নিয়ে জল্পনা তুঙ্গে।