Reported By : Binay Roy
২১ শে নভেম্বর, সোমবার, বহরমপুরে দোকান উচ্ছেদ প্রক্রিয়ায় বিদ্যুৎ সংযোগ কাটতে বাধা স্থানীয় ব্যবসায়ীদের। সোমবার সকালে বহরমপুর থানার বহরমপুর স্টেশন চুঁয়াপুর উড়ালপুল সংলগ্ন বিবেকানন্দ মোড়ে দোকান উচ্ছেদের জন্য দোকানের বিদ্যুৎ সংযোগ কাটতে আসে বিদ্যুৎ দপ্তরের লোকজন। বিদ্যুৎ দপ্তরের লোকজনদের বিদ্যুৎ সংযোগ কাটতে বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ চুয়াপুর উড়ালপুল করার সময় অনেক ব্যবসায়ীর দোকান ভেঙে এই উড়ালপুল তৈরি করা হয়েছে। ৮ বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত তারা নতুন কোনো দোকান পাননি। তাই বর্তমানে যে ২৫ জন ব্যবসায়ীকে উচ্ছেদ করার চিন্তাভাবনা করা হয়েছে তাদেরকে অবিলম্বে আগে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হোক। তা না হলে তারা ওই দোকান উচ্ছেদ করতে বাধা দেবে। যদিও জানা যায়, এদিন বিদ্যুৎ দপ্তরের লোকজন বাধা পেয়ে চলে যান।