পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম আনিকুল মালিথ্যা (২৩) জলঙ্গীর চান্দেরপাড়া মাঠপাড়ার বাসিন্দা এবং অপরজন সাকিবুল গাইন (২২) ডোমকলের চান্দেরপাড়ারই মাঠপাড়ার বাসিন্দা। ধৃতদের কাছে থেকে একই ধারালো অস্ত্র ও কাটারি উদ্ধার হয়। ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ।