কাটাকোপরায় কংগ্রেসের মিছিল ও পথসভা

কাটাকোপরায় কংগ্রেসের মিছিল ও পথসভা

Reported By : Masud Rana ২৬ শে নভেম্বর, শনিবার, অধীর চৌধুরীর ঐতিহাসিক জনসভাকে সফল করতে হল মিছিল ও পথসভা। শনিবার বিকেলে ডোমকলের কাটাকোপরা বাজার চত্তরে হয় মিছিল তারপর পথসভা। উল্লেখ্য, আগামী ২৮ শে নভেম্বর ডোমকলে অধীর চৌধুরীর ঐতিহাসিক জনসভা হতে চলেছে। তারই আগে ডোমকল কংগ্রেসের নেতৃত্বে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি বিকাশ চন্দ্র ঘোষ, ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি রবিউল ইসলাম, রাইপুর অঞ্চল কংগ্রেস সভাপতি আজিজুল হক সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।

Leave a Reply

error: Content is protected !!