Skip to content
সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Reported By : Binay Roy ২৭ শে নভেম্বর, রবিবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ওই বৈঠকে তিনি বলেন, মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে সরকার রোজগার করে। কিন্তু সেখান থেকে একটা অংশও তারা মানুষকে দেয় না। যদিও এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। এগুলো সব সরকারি টাকা মানে মানুষের টাকা। এরপর তিনি বলেন, কাজের অধিকার সাংবিধানিক অধিকার। ভারতবর্ষে প্রথম কাজের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছিল ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তথা সোনিয়া গান্ধী মনমোহন সিংয়ের নেতৃত্বে। আর তাই সেই আইনি অধিকার কেউ কাড়তে পারে না। এ রাজ্যে তো বোমা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই। অরাজকতার চূড়ান্ত সীমায় পৌঁছেছে এই বাংলা। এই সরকার বন্ধ্যা সরকার। কানে শোনে না, চোখে দেখে না। এই সরকার শেষ পর্যন্ত বাংলাকে কোথায় নিয়ে যাবে সেই দুশ্চিন্তাই প্রতি মুহূর্তে গ্রাস করছে। এমনকি গ্রামীণ উন্নয়ন প্রকল্পের যে টাকা সেই টাকা লুট করাটাকে বর্তমান সরকার শিল্পে রূপান্তরিত করেছে।

Leave a Reply

error: Content is protected !!