Reported By : Binay Roy
২৭ শে নভেম্বর, রবিবার, মুর্শিদাবাদের ডোমকলে ফের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন এলাকার বলিষ্ঠ তৃণমূল নেতা ও তার ছেলে। ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর তারপরই আক্রান্ত হন তিনি। তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের অভিযোগ, নিজের পদে থাকাকালীন প্রদীপ চাকি বেশ কিছু সাধারণ মানুষকে আবাস যোজনায় ঘর দেবেন বলে টাকা নিয়েছিলেন। দীর্ঘদিন আগে টাকা দিয়েও ঘর না পেয়ে রবিবার দুপুরে দীর্ঘক্ষণ ডোমকল এসডিও অফিস মোড়ে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা। সূত্রের খবর, এদিন ওই বিক্ষোভের পরেই ডোমকলের কুঠিরমোড়-মাহিষ্যপাড়ার কাছে একটি দোকানে প্রদীপ চাকী আক্রান্ত হন। ১৫/১৬ জন দুষ্কৃতী প্রদীপবাবুর দোকানে ঢুকে তাঁকে বন্দুক এবং লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থাতে তিনি বর্তমানে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত প্রদীপ চাকির অভিযোগ, কিছুদিন আগে দলের কর্মী জাফিকুল ইসলামের দুর্নীতি সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য তাঁর নির্দেশে আজ তার ওপর হামলা চালানো হয়েছে। এরপর বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে ডোমকল থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা যায়।