Reported By : Binay Roy
২৮ শে নভেম্বর, সোমবার, ডোমকলের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় ডোমকল থানার পুলিশ রবিবার রাতে গ্রেপ্তার করে দুজনকে। ধৃত ওই ব্যক্তিদের নাম মুকবোল শেখ, বাড়ি ডোমকল খান সাহেব পাড়ায় এবং আনোয়ার রফিক ওরফে সিটু, বাড়ি ডোমকলের রমনা সাতবাড়িয়া এলাকায়। ধৃত ওই দুজনকেই সোমবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়। সূত্র মারফত জানা যায়, ধৃতদের মধ্যে ১ জন ১১ নং ওয়ার্ড সভাপতি তার নাম মুকবোল শেখ। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ১১ জনের নামে এফআইআর দায়ের করা হয়।