Reported By : Masud Rana
১ লা ডিসেম্বর, বৃহস্পতিবার, সামশেরগঞ্জের কাকুড়িয়া নিমতলা হোগলাবাড়ি এলাকায় উদ্ধার হয় দুই বালতি ভর্তি তাজা বোমা। যদিও পুলিশকে খবর দেওয়া হয় কিন্তু পুলিশ বোম স্কোয়াডকে খবর দিলে ২৪ ঘন্টা পার হয়ে গেলেও সেখান থেকে সরেনি বোমা। গ্ৰামবাসীদের জানান, প্রচুর আতঙ্কে রয়েছে গ্ৰামের মানুষ। বাড়ির ১০ থেকে ২০ মিটারের মধ্যেই রয়েছে বোমা। তাদের দাবী, খুব দ্রুত বোমাগুলো সেখান থেকে সরানো হোক নাহলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।